সার্বিক হিতে ত্যাগ যদি সাহিত্য হয়
বিস্মৃতির স্মৃতি যদি কবিতা হয়
ধ্বংস যদি স্মৃষ্টির প্রসব বেদনা হয়
ভাঙন যদি গড়ার প্রত্যয়ী পথ হয়
তবে আমি হতে চাই সে পথের-
অভিযাত্রায় দুঃসাহসিক অভিযাত্রীক।
কালের অশ্বারোহী কোথায় তুমি
নতুন সাজে এসো-প্রস্তত আমি আজই
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ
বাঁধার পাহাড় ডিঙিয়ে অনন্তবাজার খু্ঁজি
সম্ভাবনার সুবিস্তৃত উদ্যানে সাহসী তুমি তাজি
আমাকে নিয়ে চলো সেথা
দূরে যতো দূরেই হোক সেই আলোঝলমল বন্দর।