নাটোরের নলডাঙ্গায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামী কে গ্রেফতার।
বুধবার (২৩ আগস্ট) গোয়েন্দা তথ্যের ভিক্তিতে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাটোর পুলিশ সুপার এর দিকনির্দেশনায় ও নলডাঙ্গা থানা অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে অভিযানে নেতৃত্ব দেন এস আই নিজাম উদ্দিন, এএসআই আনোয়ার হোসেন সহ নলডাঙ্গা থানার পুলিশ সদস্য ও র্যাব-১, সিপিস-৩ ঢাকা এর সহায়তায় ঢাকার আশুলিয়া এলাকা দীর্ঘদিন ধরে পলাতক থাকা জিআর-২৪১/৯৮ (নাট) এর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ১. শাহাদাৎ হোসেন(৭০) পিতা মৃত শফি প্রাং, ২. নুরজাহান বেগম (৬৫) স্বামী শাহাদাৎ হোসেন উভয় সাং পশ্চিম মাধনগর, থানা- নলডাঙ্গা, জেলা- নাটোরদ্বয়কে গ্রেফতার করা হয়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলা পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা। আসামীদ্বয় ১৯৯৮ সালে একই গ্রামের আমজাদ হোসেন কে তাহার বাড়িতে প্রবেশ করে হত্যা করেন। যার ফলে ভিকটিমের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে তৎকালীন অবিভক্ত নাটোর সদর থানার মামলা নং-২৮ তারিখ ১৪/০৬/১৯৯৮ সাল, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয় এবং উপরোক্ত ২নং আসামী নুরজাহান বেগম কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। কিন্তু অপর ১নং আসামী শাহাদাৎ হোসেন ঘটনার পর হতে কৌশলে আত্নগোপনে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় না। পরবর্তীতে ২নং আসামী বিজ্ঞ আদালত হতে জামিনে এসে সেও কৌশলে ১নং আসামীর সহিত আত্নগোপনে থাকে। মামলাটি বিজ্ঞ আদালত আসামীদ্বয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থ দন্ডিত করে রায় ঘোষণা করে।
দীর্ঘ ২৫ বছর পলাতক থাকার পর আসামীদ্বয়কে গত ২৩ আগস্ট ২০২৩ইং তারিখ এ গ্রেফতার করে নলডাঙ্গা থানায় আনা হয়। পরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।