মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার বেলা এগারোটায় সলপ ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে ২শ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি জনের মাঝে ২০ কেজি চাউল, ২ কেজি আলু ও ১ কেজি করে ডাউল বিতরণ করা হয়।
সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এ খাদ্য সামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান ভুইয়া,
সংশ্লিষ্ট ট্যাগ অফিসার আসওয়াদ বিন খলিল, সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, সলপ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু প্রমুখ।