মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

ই-পেপার

নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছেন আরও ১০৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার রাকিবুল হাসান  এ তথ্য জানান।
এ উপলক্ষে সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
(ভারপ্রাপ্ত) ইউএনও রাকিবুল হাসান জানান, আগামী বুধবার (৯ আগস্ট) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করবেন। উদ্বোধনের পর ১০৮ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর দলিল ও চাবি হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, নলডাঙ্গা উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ১০৮টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ৩৭৭টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে সর্বমোট ৪৮৫টি ঘর হস্তান্তর করা হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর খৈয়াম, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার, পল্লী বিদ্যুতের এজিএম আল ইমরান, সাংবাদিক জহুরুল ইসলাম, মামুনুর রশিদ, রানা আহমেদ,  এম এম আরিফ সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর