প্রকৃত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে অভিনব পন্থা অবলম্বন করলেন টাঙ্গাইলের গোপালপুরের ইউএনও মো. তুহিন হোসেন।
রবিবার (৫ডিসেম্বর) রাতে তিনি প্রথমেই যান , ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া গ্রামে বিরল রোগে আক্রান্ত সেই পরিবারের বাড়িতে, তাকে দেখে হতবাক হয়ে যান পরিবারটি। এরপর ইউএনও তাদের খোঁজখবর নেন, তাদের হাতে কম্বল তুলে দেন। নিয়মিত খাদ্য সহায়তা হিসাবে তাদের নিয়মিত সরকারি চাউল দেয়া হবে বলে জানান। এরপর খুঁজে বের করেন ভুটিয়া গ্রামের অসহায় পরিবার ও এতিমদের, তাদের হাতে তুলে একটি করে কম্বল। পরে জামিয়া নিজামিয়া সিদ্দিকিয়া বরুরিয়া মাদ্রাসায় ৫০জন এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করার পর বরুরিয়া গ্রামের অসহায় গরীব ও ছিন্নমূল ব্যক্তিদের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করেন।
এছাড়া গাড়িতে চলার সময় শীতার্ত মানুষ দেখলেই হাতে তুলে দেন কম্বল। এ সময় তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুহিন হোসেন বলেন, রাতে বেদেপল্লী, রাস্তায় ঘুরে বেড়ানো মানুষসহ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে করিমন নেছা বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও ইউএনও নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি। এসময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান।