সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

ই-পেপার

ব্রেক আপ ~ মোশারফ কবীর 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ণ

 আমাকে ভুলে যাও
 ভুলে যাও এই ঠিকানায় ছিল আপন কেউ
 দুই হৃদয়ের মিলনক্ষন; স্বাক্ষী সমীর, তটিনীর ঢেউ।
 ভূতপূর্ব সব ভুলে যাও।।
আমার গায়ের সেই আশ্চর্য তিলটা মনে আছে নিশ্চয়ই ?
 যা তুমি ছাড়া কেউ দেখেনি। কেউ বলেনি
এ নির্জনে কেউ নেই, লক্ষ্মীটি আরেকবার ছুঁই।
সেই তিলটায় সহস্র চুম্বন আমি ভুলিনি।
কৌতুহলী সে তিলটাও ভুলে যাও।
প্লিজ, আমাকে ভুলে যাও।।
আমার পরনের সেই রেশমি শালটা মনে আছে তোমার ?
 কনকনে শীতের রজনীতে বস্ত্রহীনতার ছলে
এক শালে দু’জন। গায়ে শিহরণ তুলেছিলে আমার।
 স্মৃতি করে সে শালটাও যতনে রেখেছি তুলে।
অভিসারীনির এ শালটাও তুমি ভুলে যাও।
 প্লিজ, প্লিজ, আমাকে ভুলে যাও।।
এটা ভুলে যাও, ওটা ভুলে যাও ইত্যাদি ইত্যাদি হাজারো লেখা।
 পঞ্চবর্ষীয় রিলেশন ব্রেক-আপ পূর্বে হবে না কি শেষ দেখা??
না, না, না, আবার হবে দেখা, ভুলে যাও তা-ও
  প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে ভুলে যাও।।
অবশেষে নিজেকে ভেঙেচুরে
বুঝলাম এই কৃত্রিম নগরে
প্রেম মানেই অভিশাপ।
 ভালবাসা যতটা সহজ এখানে,
তারও সহজ ব্রেক-আপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর