নাটোরের সিংড়া প্রেস ক্লাবের উদ্যোগে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ আগষ্ট) বেলা ১২ টায় সিংড়া প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় সাহিত্য আসরে প্রায় অর্ধ শতাধিক নবীণ প্রবীণ কবি ও সাহিত্যিক অংশ নেন।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহাবুব এ মান্নান, আজাহার আলী, আমজাদ হোসেন, আবুল হোসেন, সরদার মোহাম্মদ আলী, আলতাফ হোসেন, এনামুল হক মিন্নতি, রিক্তা বানু, শাকিল বাদশা, প্রত্যয় সাহা, সামাউন আলী, কবির হোসেন প্রমুখ।
কবিতা পাঠ শেষে সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, প্রযুক্তির এই যুগে সাহিত্য চর্চা থেকে মানুষ অনেকটাই দূরে সরে গেছে। প্রতি মাসে একবার করে এই সাহিত্য আসরের আয়োজন অব্যাহত থাকবে। আমরা চাই নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা যেন প্রযুক্তির অপব্যবহারে ধ্বংস না হয়, সেই ল¶্যইে তাদেরকে বেশি করে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।