নীলফামারীর নীলকন্যা
কেউবা আমায় ডাকে,
কারো কাছে কাব্যকন্যা
কাব্য হয়ে’ই থাকে।
কারো চোখে স্বপ্ন আঁকে
মনে কাটে দাগ,
কেউ বা আবার কাব্যকন্যার
চায়না দিতে ভাগ।
আড়াল থেকে যারাই তাকে
বলে ভালো -মন্দ,,
তাদের কাছে পায় খুঁজে সে
পদ্য লেখার ছন্দ।
কেউবা তাকে স্নেহ করে
কেউবা করে দোয়া!
এমনি করে ভালোবাসার
পায় যে নিবিড় ছোঁয়া।
পাশাপাশি কেউ বা আবার
ঈর্ষা করে তাকে,
সামনাসামনি না পারলেও
মন্দ বলে ফাঁকে।
প্রতিদ্বন্দ্বী ভেবে আবার
কেউবা ছুড়ে ঢিল,
সেই আঘাতেও মাঝে মাঝে
হইযে আমি নীল।
নীলের সাথে মিলে-মিশে
ফোটাই “কাব্য- কলি”
অন্ত মিলের স্বরবৃত্তে
মনের কথা বলি।
নীলাঞ্চলে বাড়ি আমার
নাম সেলিনা সাথী,,
কবিতা গল্প উপন্যাসে
নিয়ন আলোর বাতি।
তৃণমূলের কন্যা আমি
প্রতিবাদী নারী,
সারা বিশ্ব দেখবে একদিন
আমিও যে পারি।