সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

ই-পেপার

তাই নাকি – ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩, ৪:৪১ অপরাহ্ণ

সত্যিই তুমি অপরুপ রুপবতী-
কুমারীত্বে বন্দিনী তুমি নন্দিনী,
আমি পুষি রোজ প্রেমিক নীতি-
করতে এ বাহুডোরে তব বন্দিনী।
তুমি চাও মায়াবী প্রেম সুখ-
হয়োনা কখনো কোন প্রেমিক বিমুখ…

তুমি দাও মোরে মুক্ত ঝরা হাসি-
তুমি কি চাওনা পেতে নিরেট ভালবাসা,
আমি ঘুমের ঘোরেও তোমায় ভালোবাসি-
যার বিনিময় যত দূঃখ-কষ্ট আশা।
পারব কিনা আমি সাজাতে তোমাকে-
নিঃস্ব করোনা কভুও ফিরিয়ে আমাকে…

বসি ছায়া তলে ক্লান্ত দেহ-মনে-
জানিনা কেন নিথর দেহ আজ,
পড়ে তোমাকে বেশি মনে সংগোপনে-
সৌর্যে- বীর্যে জীবন্ত করেছে এ সমাজ।
সত্যিই তোমার তুলনা তুমি নারী-
তোমাকে নিয়ে কি কবিতা লিখতে পারি…

কাব্য সংস্পর্শ প্রাপ্য তোমার জানি-
আমি বলতে চাই প্রেমের কথা,
কবি মন তোমার মিতালীতে আবদ্ধ ঋনী-
যা শুনে জাগবে হৃদয়ে সুখ- ব্যথা।
নির্জনে ভাবি বসে অনুমতি পাবো কি-
তুমি হেসে বললে সত্যিই…তাই নাকি!!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর