জীবন জুড়ে তীব্র দহন–
তপ্ত শলাকা বিদীর্ণ করে মন!
এ জীবনে যা কিছু আছে সঞ্চয়
সবই যে তোমার ই দান,
তুমুল স্রোতে ভাসায়েছি সম্পান!
যা কিছু ভালো—যত আছে কালো—
সকল ই জানি—তোমার ই সৃষ্টি—
তবে কেন এত কিছু অনাসৃষ্টি!
আমি যা কিছু করি—
সে তোমার ই যে কাজ,
নাই যে হীনতা—নাহি কোনো লাজ—
দুচোখে আমার ক্লান্তি আসে যে নেমে—
দিশাহারা প্রান— শ্রান্তি র ও লাগি
সদাই থাকে যে জেগে—
তোমার ও করুণা শান্তি বারিধারা
চাতকের র পানে বৃষ্টি র ও আশ্বাসে—
ধ্রুব তারা তুমি অমোঘ নির্মল আকাশে!
দিন শেষে—ব্যথার প্রলেপ স্তিমিত হয় যখন—
তোমার প্রেমের আলিঙ্গনে শীতলতা পাই তখন!