আমিরের আমির
সমাসীন আরশে আজিম,
যিনি রচিলেন
আলিফ,লাম,মীম।
তিনিই করলেন
স্তর স্তর আসমান,
জমিনকে করলেন
পানিতে ভাসমান ।
যিনি,স্থলে দিলেন মানবজীবন
শুন্যে রাখলেন পাখি,
জলে দিলেন মৎস্যজগৎ
তাকেই প্রভু ডাকি ।
শুন্যে রাখলেন পানির নহর
উড়ায় মেঘরাশি,
জমিনকে করলেন শস্যভাণ্ডার
তাঁর দয়াতেই বাঁচি ।
পাহাড়কে করলেন খুটি
ঝর্ণা থেকে নদী,
সুলেল বার্তা পাঠাতেই
রব পাঠালেন নবী ।