পুষ্পের কোমলতার মত,
আকাশের প্রসন্নতায় বিস্তৃত,
সহস্রের সাধনার ধন!
সে হলো নারীর মন।
নারীর অন্তরে আছে বিরাজমান
বিশ্ব মানবের মায়ের সম্মান।
হবে না তা কখনো চূর্ণ,
আজীবন রবে তা পূর্ন।
মহাসমূদ্রের অতল গভীরতা
দিয়ে,হয় কি তুলনা মায়ের মমতা!
মা তো সে-ই নারী,
যার স্নেহের নেই জুড়ি।
ঝরনার আকুল চঞ্চলতার মত
নারীর হৃদয়ে আছে শত শত,
সীমাহীন প্রেম ভালবাসা
যা মেটায় অনন্ত তৃষ্ণা ।