জীবনে প্রথম যে দিন দেখেছিলাম
তোমাকে সে দিনই তোকে ভালোবেসে ছিলাম।
কিন্তু আজও তোকে মনের কথা টি বলতে পারি নি
না বলা রয়ে গেলো মনের কথাগুলি।
ভাবতাম কে শুনবে আমার মনের কথা
আমার কথাগুলো আজও না বলা রয়েছে।
কেনো ভুল বুঝলে তুমি আমায়
কখনো শুনতে চাও নি সত্যটা কি।
পরের কথায় আমায় ভুল বুঝলে
তুমি কি সুখে আছো আমায় ভুলে।
আজও ভুলতে পারো নি তুমি আমায়
আমার কথা মনে পরে তোমার ক্ষনে ক্ষনে।
সে দিন তুমি আমার ফোন পেয়ে কতটা কেঁদেছো
জানি বলতে পারবে না কেনো কেঁদেছো।
কারন তুমি আমায় এখনো মন থেকে ভালোবাসো
মানুষ মরে মানুষের ভালোবাসা মরে না।
প্রকৃত প্রেম চিরদিন রয়ে যায়,
আমাদের প্রেমের সাক্ষী হয়ে থাকে সেই মানুষগুলো
যারা ছিলো তোমার আমার পাশে।
আজও দিন রাত কাটে তুমি বিহনে
ভালোবাসি তোমাকে।