বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

ই-পেপার

নাটোরের নলডাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাবলেটসমূহ মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে এমপিওভূক্ত মাদ্রাসাসমূহের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৯ম ও ১০ম শ্রেণির সমন্বিত মেধা তালিকার মধ্যে থেকে ১ম তিনজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নলডাঙ্গা উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও নলডাঙ্গা উপজেলা প্রশাসন এর সহযোগিতায়। উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান অফিসার রেহেনা পারভিন লিপি’ সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল কে প্রধান অতিথি করে ওনার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার শুভ উদ্বোধন করেন।

উপজেলা পরিসংখ্যান অফিসার রেহেনা পারভিন লিপি জানান, উপজেলার এমপিওভূক্ত বিভিন্ন মাদ্রাসার ৭৬ জন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৯ম ও ১০ম শ্রেণির সমন্বিত মেধা তালিকার মধ্যে থেকে ১ম তিনজন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা ফোজিয়া ফেরদৌসী, উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুল্লাহ আনসারি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর আলী, সহ-সভাপতি আমিনুল ইসলাম হাদু, জেলা পরিষদের সাবেক সদস্য রইচ উদ্দিন রুবেল সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর