রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
বেনাপোলে ব্যবসায়ী ও সমাজ সেবক আজিম উদ্দীনের নামে মিথ্যা সংবাদের নিন্দা রামগড়ে “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দূরন্ত লামকুপাড়া যুব স্পোর্টিং ক্লাব নতুন বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ – রফিকুল ইসলাম খান সভাপতি বকুল সম্পাদক এরশাদ নাগরপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত  আটঘরিয়ায় ক্ষুদ্র নি-গোষ্ঠীর নারী নির্যাতন বন্ধ ও সক্ষমতা উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা  অভয়নগর উপজেলা প্রশাসনের পক্ষথেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাখ-লাখ টাকা আদায়  উল্লাপাড়ায় সরিষার ক্ষেতে মধু চাষের বাম্পার ফলন সলঙ্গার গণমানুষের সংবর্ধনা ও ভালোবাসায় সিক্ত বাংলাদেশের ডেপুটি এটর্নি জেনারেল মোঃ আসাদ উদ্দিন

তাড়াশে ‘মাদক কারবার’ নিয়ে রির্পোট করে মারপীটের শিকার হলেন সাংবাদিক সালাম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ

‘মাদক’ কারবার নিয়ে রির্পোট করায় সিরাজগঞ্জের তাড়াশে ‘আমাদের বড়াল পত্রিকার’ ষ্টাফ রিপোর্টার আব্দুস সালাম মারপীটের শিকার হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বারোয়ারী বটতলায় মাদক ব্যবসায়ীদের হাতে লাঞ্ছিত হন সাংবাদিক সালাম। থানায় এ ঘটনায় অভিযোগ দিলে হত্যা করা হবে বলেও হুমকি দেয় মাদক কারবারীরা। এদিকে, বারোয়ারি বটতলা ও শোলাপাড়া নিবাসি শুভ, পটল স্যানাল, তুষার ও অজ্ঞাত ৫জনসহ আটজনকে আসামী করে সাংবাদিক সালাম রাতেই তাড়াশ থানায় মামলা করেন। মামলা হলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত আসামীদের কেউই গ্রেপ্তার হয়নি।

সাংবাদিক সালাম জানান, ‘শুভ, পটল স্যানাল ও তুষারসহ বেশ ক’জন মাদক ব্যবসায়ীর কারনে উঠতী বয়সের যুবকগন মাদক আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। সম্প্রতি মাদক কারাবার নিয়ে রির্পোট করায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদের কজন ধরাও পড়ে। এরপর তারা আমার প্রতি ক্ষুব্ধ হন। পেশাগত দায়িত্ব পালন শেষে শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে তারা আমাকে মারধোর করে। মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে আমি স্থানীয়ভাবে চিকিৎসা নেই।’

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, তাৎক্ষনিক পুলিশ পাঠিয়ে সাংবাদিক সালামকে উদ্ধার করা হয়। হামলাকারী কজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন সাংবাদিক সালাম।হামলাকারীরা পালিয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।

তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাস বলেন, ‘মারপীটের ঘটনা শুনেছি। সালামকে কারা মেরেছে বা ঘটনার কি নিয়ে, তা পরিস্কার নই। তবে, পুলিশ বিষয়টির তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর