শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

ঝালকাঠিতে সাগর নন্দিনি-২ বিস্ফোরনের ৩য় দিন আরো দুই মৃতদেহ উদ্ধার

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৭:৩১ অপরাহ্ণ

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনি-২ বিস্ফোরনের ৩য় দিন দুপুর পর্যন্ত বিআইডব্লুটিএ, ফায়ার সর্ভিস ও কোষ্টগার্ডের ডুবুরী দল সকাল ১১ টা ও সোয়া ১২টায় নিখোঁজ ২জনের লাশ উদ্ধার করছে। উদ্ধারকারী দল নিখোজ ৪র্থ জনের মৃতদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছে জানালেও এখোন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উদ্ধার অভিযানের ৩য় দিন আজ সোমবার সকালে বিআইডব্লুটিএ সর্ববৃহৎ উদ্বারকারী জাহাজ নির্ভিক নারায়নগঞ্জ থেকে সুগন্ধা নদীর বিস্ফোরনস্থলে পৌছে। সেখানে বিআইডব্লুটিএ, ফায়ার সর্ভিস ও কোষ্টগার্ডের ডুবুরী দল পানির মধ্যে ব্যাপক তল্লাশী শুরু করে। বিস্ফোরনে বিচ্ছিন্ন হয়ে ডুবে যাওয় সাগর নন্দিনি-২ এর ইঞ্জিন রুমের উপরের অংশ শনাক্ত করে ডুবুরী দল পানির গভীরে উদ্বারকারী জাহাজ নির্ভিকের গ্রাফি বেধে দিলে টেনে উপরে তুলে ফেললে মাষ্টার ব্রীজের বিভিন্ন কেবিন থেকে ২জনের লাখ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত নিখোজের স্বজনরা উদ্ধারকৃত একজন মাষ্টার রুহুল আমিন ও অপরজন সুপারভাইজার মাহামুদুর রহমান বেলাল বলে শনাক্ত করে। এরআগে গতকাল রবিবার উদ্ধারের ২য় দিনে ড্রাইভারের সহযোগী সালাম হোসেন হৃদয়ের মৃতদেহ উদ্ধার হওয়ায় বর্তমানে একমাত্র ড্রাইভার একরাম হোসেন সরোয়ারের মৃতদেহ উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত রুহুল ও বেলালের স্বজনরা জানায়, গত তিন ধরে অক্লান্ত প্ররিশ্রম করে অভিযান পরিচালনা করায় উদ্ধারকারী দল ও প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের স্বজনদের লাশটা অন্তত আমাদের কাছে তুলে দিয়েছে। এখোন নিহতদের স্ত্রী-সন্তানের ভবিষ্যতের স্বার্থে তারা যেনো আইনানুযায়ী ক্ষতিপূরন পায় সরকার যেনো তার ব্যবস্থা করে দেন সেই দাবী জানাচ্ছি
এ ব্যাপারে  বাংলাদেশ কোস্টগার্ড টিমের অপারেশন অফিসার লে. মোঃ শাফায়েত জানান, আজ ৩য় দিন সকাল থেকে নারায়নগঞ্জ থেকে আসা দেশের সর্ববৃহৎ উদ্ধারকারী জাহাজ নির্ভিক ও বিআইডব্লুটিএ, ফায়ার সর্ভিস, কোষ্টগার্ডের ডুবুরী দল অভিযান শুরু করে। দুপুর পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং বাকী এক জনের লাশও শনাক্ত করা গেছে। শিগ্রই তাকে উদ্ধারের মধ্য দিয়ে নিখোজ ৪জনকেই উদ্ধার সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর