মাগো তুমি কোথায় আছো
কোন অচিনপুরে!
তোমার ছেলে কাঁদছে মা
তোমায় মনে করে।।
দূর অজানায় থাকো তুমি
মনে কি পরে আমায়,
চোখেরজল মানেনা বাধ
মনে পড়লে তোমায়।
পথ চলতে যদি পরে যাই
কেউ ধরেনা আর হাত,
আমার কষ্ট আমারই রই
পর হয়েছে রাত।
তোমার মত আদর করে
কেউ গায়না ঘুমের গান
যতই কষ্টে ছটফট করি
নীল কষ্টে ভাসে প্রাণ।।
আশায় আশায় বাড়ি আসি
এবার পাবোই তোমায়,
আশা তো আর হয়না পূরণ,
স্মৃতি কাঁদায় আমায়।।
অবুঝ হলেও এটা জানি
আর পাব না তোমার দেখা,
ঐপারেতে সুখেই থেকো
এপারেতে আজ, আমি একা।