মানুষ তুমি ন্যায়ের প্রতীক
মানুষ নামের কলঙ্ক নয়
মানুষ তুমি মানুষের জন্য
মানুষ হৃদয় করবে জয়।
মানুষ রুপে জন্ম নিয়েও
মানুষ হতে যদি না পারো
মানুষ নামের ফানুস তুমি
মানুষ হবার ভান করো।
মানুষ হও যদি মানুষের মতো
মানুষকে তবেই পাবে খুঁজে
মানুষ তারাই প্রকৃত মানুষ
মানুষ সে আছে চোখ বুঁজে।
মানুষ নামের অমানুষ গুলো
মানুষের হাল ধরেছে তারা
মানুষ হয়েও মানুষ মারছে
মানুষ রুপি শয়তান যারা।
মানুষ তুমি অন্যায় পথে
মানুষ হয়েছ অনেক বড়
মানুষ হয়েও দিনদুপুরে
মানুষ মারতে অস্ত্র ধরো।
মানুষ যারা হয়েছে মানুষ
মানুষ তারাই হচ্ছে জড়ো
মানুষ নামের ফানুস মারবে
মানুষ যদি হও চিন্তা করো।
মানুষ তুমি কেমন মানুষ
মানুষ মারছ বিচার ছাড়া
মানুষ যে আজ নির্যাতিত
মানুষ তুমি খাবে ধরা।