সবুজের মিতালী আমায় ডাকে
আমি এসেছি দিই ধরা,
নদীর বুকে সুখে জল খেলায়
সুন্দরের নেই খড়া।
শাপলা দোলে ওমাঝি পথ ভুলে
এ দেশ আমার আপন,
প্রকৃতি সাঁজিয়ে দিলরে ভূবন
আমি তারেই দিই মন।
প্রকৃতি আমায় বৃষ্টির গান
দিয়ে যায় যে উপহার,
তার কুটিরে খেলেযায় আলোরা
আমি ছুড়ে ফেলি আঁধার।
প্রকৃতি আমায় ছন্দ লেখায়
জোনাকিরা আসে পাড়ায়,
এই মাটি সবারে প্রেমশিখায়
আমি বেঁচে আছি ধরায়।
প্রকৃতি সাঁজায় বিশ্ব মাতাকে
আমি সুন্দর যে দেখি,
দুষ্ট হাওয়া জলমাখে গায়ে
আকাশে উড়ে যায় পাখি।
সিংড়া,নাটোর,বাংলাদেশ।