হে কবিগুরু, বিশ্ব কবি রবীন্দ্রনাথ,
তুমি বাংলা সাহিত্যের
এক সোনালী প্রভাত।
এ পৃথিবী যতদিন টিকে থাকবে,
ততদিন বাংলার আকাশে বাতাশে
রবীন্দ্র সংগীতের সুর বাজবে।
হে বিশ্ব কবি,
এ বাংলায় তোমার আগমনে,
বাংলা সাহিত্য সতেজ হয়েছে
রবীন্দ্র সু-ঘ্রানে ।
তুমি অসংখ্যবার এসেছো
শাহজাদপুর ও শিলাইদহ,
এখানে লিখেছো কত
গল্প কবিতা উপন্যাস অহরহ।
তোমার পদচারনায়
এদেশের মাটি পানি বাতাস
প্রতিদিন ছড়াচ্ছে
রবীন্দ্র সাহিত্যের সুবাস।
লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
গ্রাম- লাঙ্গলমোড়া, পো:-ঘুড়কা
উপজেলা- রায়গঞ্জ,জেলা- সিরাজগঞ্জ।
মোবাইল-০১৭৪০-৭১৪৬৫৬