রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় গত ২৪ ঘন্টায় একজন সাংবাদিকসহ আরও ৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তর সংখ্যা দাড়িয়েছে ৩৫ জনে।
মঙ্গলবার রাতে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, আক্রান্তদের মধ্যে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের আগৈলঝাড়া প্রতিনিধি সাইফুল ইসলাম রব, বাকাল ইউনিয়নের বড়মগড়া ও পয়সারহাট গ্রামের বাসিন্দা অপর দুই জনসহ মোট তিন জন। এ পর্যন্ত সুস্থ হয়েছনে ২২ জন। আগৈলঝাড়া প্রেসক্লাবের আহ্বায়ক কেএম আজাদ রহমান জানিয়েছেন, প্রেসক্লাবে বসে পেশাগত দায়িত্ব পালন করে সহকর্মী সাইফুল ইসসলাম আক্রান্ত হওয়ায় প্রেসক্লাব লকডাউন ঘোষণা করা হয়েছে। বর্তমানে সাংবাদিক সাইফুল ইসলাম হোমকোরেন্টাইনে সুস্থ রয়েছেন।