পাবনার ঈশ্বরদীতে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী।অভিযুক্ত নারী মোছা. রত্না খাতুন ঈশ্বরদী উপজেলার কালিকাপুর দিকাশাইল এলাকার বাসিন্দা। তার স্বামী মো. হাসান বিশ্বাসের বাড়ি পাবনার শালগাড়িয়া এলাকায়। চাকরির সুবাদে দম্পতি ঈশ্বরদী শহরের আলাহাজ্ব ক্যাম্প এলাকায় ভাড়া থাকতেন। অভিযোগে বলা হয়, আট বছর আগে পারিবারিকভাবে রত্না ও হাসান বিশ্বাসের বিয়ে হয়। দম্পতির কোনো সন্তান নেই। রত্না খাতুন ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। স্বামীর দাবি, একাধিক পুরুষের সঙ্গে ফোনে তার স্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। গত ৮ নভেম্বর সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন রত্না খাতুন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। সেই দিনই আলমারিতে রাখা নগদ ৬৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল নিখোঁজ পাওয়া যায়। স্বামীর অভিযোগ এই সবকিছু নিয়েই রত্না প্রেমিককে সঙ্গে নিয়ে পালিয়ে গেছেন। স্বামী হাসান বিশ্বাস বলেন, আমি কোনো দিক দিয়ে তাকে অভাবে রাখিনি। জীবিকার তাগিদে দুজনেই চাকরি করতাম এটাই কি আমার দোষ? পালিয়ে যাওয়ার পর ফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তাকে পাওয়া যায়নি। এখনও চাই, সে ফিরুক। সবাই মিলে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।