খাদ্য দ্রব্য ঝগড়া করে
কার যে কত মূল্য
ঘাপটি মেরে আদা বলে
কেউ হবে না আমার সমতুল্য ।
আমার গতি এতোই তেজি
পাল্লার ভার রাশি রাশি
গরম গরম এতোই বেশী
বাজার দর চারশত টাকাই এক কেজী।
এলাচ নাকি রেগে বলে
শোনরে আদা বোকা হাবা
তোর নাম কে রাখল আদা
আমি বলি শোনরে গাধা
কান খুলে শোন পাগলা আদা
এলাচ হলো দেশের বাবা।
মুচকি হেসে পেয়াজ বলে
এলাচ মারে গল্প
দামটা একটু বেশী হলে
ব্যবহার তোমার অল্প ।
চুপটি করে থাকে তেল
সয়াবিন নাকি তুফান মেল
বাজার জুড়ে ব্যাপক বেল
মাঝে মধ্যেই দেখায় খেল।
হটাৎ আলু ফুলে উঠে
দেখায় কেমন গরম
দেশবাসী আজ নরম বলে
দিলাম কেমন শরম।
মাছে ভরা টুইটমবুর
আমার দেশের নদী
দালালেরা সব অংক কষে
গরম করে গদি।