চোরের মায়ের বড় গলা
গলায় বড় জোর
চুরির টাকায় পকেট ভরে
ফূর্তি করে রোজ।
চাকরি চুরি আবাস চুরি
কয়লা বালি শেষ
চোরের মায়ের আশির্বাদে
লুট হয়ে যায় দেশ।
যেই না চোর ধরেছে পরা
চেনেই না, কে বা তারা
মিডিয়া ডেকে করছে প্রলাপ
মিথ্যা বানোয়াট অপ প্রচার।
মাল কামিয়ে গড়ছে পাহাড়
রটছে চারিদিক
কার ইশারায় করছে চুরি
ধরেছে পাবলিক।
চোরের গদি ফেলবে ছুড়ে
বন্ধ হবে চুরি
তুলছে আওয়াজ সবাই মিলে
সোনার বাংলা গড়ি।