ইস্মার্ট বাংলাদেশ করেছে ঘোষণা,
কাজে কর্মে নাম নাই বাকি সব সূচনা।
চারিদিকে করছে তারা উন্নয়নের জোয়ার
দেশের মানুষ না খেয়ে থাকে কেন আর!
স্মাার্ট নাম দিতে গিয়ে বেড়ে গেছে পণ্য,
স্মার্ট দেশের মানুষ খেতে পায় না অন্ন।
ইস্মার্ট বাংলাদেশে সবি যেন ভরপুর,
ইস্মার্ট দেশে এখন ইস্মার্ট চোর।
ইস্মার্ট দেখতে যখন টেলিভিশন খুলি,
টেলিভিশন ছাড়তেই বিদ্যুৎ গেছে চলি।
গ্যাস নাই, পানি নাই, আরও সংকটে বিদ্যুৎ,
শহরে যানযট, চারিদিকে ময়লা, গমর উদ্ভুত।
এই হলো আমাদের ইস্মার্ট বাংলাদেশ,
সোনার দেশে সবাই আমরা সাধু দরবেশ।