ধন সম্পদ ভরি ভরি টাকা পয়সা বাড়ি গাড়ি;
জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া! শেওলা কচুরিপানা,
পচে গলে একাকার কিংবা মৃত্যু নদীর বক্ষে
ঠেকায় মাথা।
আকাশ ছেড়ে পাতাল ফেড়ে দমকা হাওয়ায়
নিছে টেনে; উড়াই দিছে বিদেশ কোনে,
সময় চলছে একলা কষে; ঐ যে দেশে অবশেষে
মরছে একলা ধুকে ধুকে!
ভুলছে না যে মনস্তপে রক্ত করে বিনিদ্র।