প্রথম দর্শন, বট বৃক্ষের মত মস্ত বড় ব্যক্তি;
গুগল ফেসবুক,পেজ কিংবা টেলিভিশনে।
তার স্পর্শ কি কখনো পেয়েছে? বিজ্ঞ মহাশয়!
গভীরতা; নদী,সাগর, নাকি হিমালয় ?
সে কি সুদর্শন? নাকি বুড়িগঙ্গার জলের মত?
শিকড়ের শক্তি-সংখ্যা,বিস্তৃত কত দূর?
ভরা অঙ্গের সঙ্গে মস্তিষ্কে সার আছে কিনা ?
দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হবে কি না পাণ্ডিত্য?
শিরা বিচ্ছেদে ঘুণ পোকা বিনাশ করবে কিনা?
পুষ্প আছে কি না? রং থাকলে বা কি রং?
ফলে রূপ নিবে কিংবা নিছে কি না?
কি রঙের ফল ধরেছে? কি বা তার মহা গুণ?
বট,মাকাল,বেত,ডুমুর ফল নাকি খেজুর?
ফলের মাঝে অমর হতে পারবে কি না?
সে তাকে চেনে? স্বপ্নের ঘোরে; কিন্তু জানে?
সে জ্ঞানে বড্ড শূন্য! তাতে কি আসে যায়?
রক্তের দোষ! আকাশ ফেড়ে চাঁদ কে টেনে,
জমিনে এনে ফেড়ে গুণ কে খুন করতে মগ্ন।