পাবনার আটঘরিয়ায় মোটরসাইকেল-নসিমন মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকল চালক সুজন হোসেন (৩৮) নিহত হয়েছে। গতকাল বুধবার দূর্গাপুর মসজাদ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার মাজপাড়া ইউনিয়নের পাড়ামোহন গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জি (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐদিন দুপুরে ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনা সস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।