বসন্ত এই বাতাসে
অস্থির নিবাসে
কষ্টের মাঝেই স্বস্তি
নিশ্বাস চলে অবিরাম।
চারিদিকে হাহাকার
মানুষের ঢল বেকার
নিত্য পন্যে গরম হাওয়া
দৈনন্দিন অকাল পাওয়া।
তবুও থেমে নেই
চাহিদার চেয়ে বেশী পাওয়া
অর্থের অভাব
বদলাতে পারিনি স্বভাব।
পাওয়া না পাওয়ার হিসাব
পড়া হয়নি সেই কিতাব
জানতে ইচ্ছে করে
কেন যেন তাঁরাই পাবে খেতাব।