আচ্ছা বুবু, জুবুথুবু চুল কেন তোর আজ?
পড়িস না টিপ দিস না কাজল কোথায় সেসব সাজ?
আগের মতো হাসিস না তুই খেলিস না তুই আর।
বল না রে বু কি কারণে মুখখানা তোর ভার?
আমার ওপর তুই কি বুবু করে আছিস রাগ?
তোর মুখে বু আজ দেখা যায় ওসব কিসের দাগ?
ঘুরতে নিয়ে যাবি বুবু? চল না নিয়ে, ওঠ!
আচ্ছা বুবু তোর কিভাবে কেটে গেছে ঠোঁট?
তোকে কালো মুরগীটা কি কামড়ে দিয়েছে?
জানিস বুবু মা আমাকে কোলে নিয়েছে।
বলতি যে তুই আমাকে নাকি কুড়িয়ে পেয়েছিস,
কি হলো বু তুই কি খারাপ কিছু খেয়েছিস?
কষ্ট হচ্ছে নাকি রে বু বাইরে যাবি? চল।
চুপ করে ক্যান সোনা বুবু একটু কথা বল।
লক্ষী বুবু উঠলে তোকে জ্বালাবো না আর।
আমার বুবু না হলে তুই বুবু হবি কার।
ও মা আসো বুবুর দেখো অসুখ হয়েছে,
বলো বুবু কেন মাটিতে মা শুয়ে রয়েছে?
কাঁদছো কেন তোমরা এত কিসের বিচার চাও?
বুবুকে নিয়ে যাচ্ছে কোথায় আমায় এনে দাও।
কেন বুবু যাস রে চলে আমি না তোর ভাই?
না না আমি চাইনা বিচার, আমার বুবু চাই।