বনপাড়া হাটিকুমরুল মহাসড়ক
ডানপাশে চিনিডাঙ্গা বিল
ছলাৎ ছলাৎ ঢেউয়ে দোলে
লাল পদ্ম ফুল ।
কর্পোরেট চোখ
নাম দিয়েছে পদ্মকানন।
উন্মাতাল হাওয়ায়
পদ্মের ঘ্রাণ-
পাড়ের জেলেপাড়ায় ছড়ায় আবেশ।
পদ্মরাঙা ঠোঁট কাজলটানা চোখ
ছুটে আসে জেলেকন্যা কপিলা
হাওয়ায় ওড়ে তার কচুরিপানার মত চুল।
ও কপিলা, চল নায়ে ভাসি
পদ্ম তুলি- ভ্রমর হই
ফুলে বসি…