সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। বুধবার (১৭মে) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াশ উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদের সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগ, তাড়াশ উপজেলা শাখার আয়োজনে, দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার। আরো মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বীরমুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক ও বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, রজত ঘোষ ও শাহিনুর আলম লাবু, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক, মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন রনি, রেজাউল করিম, আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম মিনি, তাড়াশ পৌর
আওয়ামী লীগের আহবায়ক আব্দুর রাজ্জাক, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সদস্য বাবুল শেখ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মৃনাল সরকার মিলু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিমন, উপজেলা ছাত্রলীগে সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারন সম্পাদক সুলতান মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।