রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় একটানা ৪০ দিন নামাজ আদায় করায় বাইসাইকেল বিতরণ

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩, ১১:৫১ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের গাড়লগাঁতী জামে মসজিদে রমজান মাসের প্রথম রমজান থেকে তাকবিরুল্লাহর সহিত ১০ জন কিশোর ও যুবক একটানা ৪০ দিন নামাজ আদায় করায়, গ্রামের ওই কিশোর ও যুবকদের মাঝে- প্রথম পুরষ্কার একটি বাই সাইকেল, দ্বিতীয় পুরষ্কার, একটি মোবাইল ফোন, তৃতীয় পুরষ্কার,একটি মোবাইল ফোন ও সান্তনা পুরষ্কার জায়নামাজ প্রদান করা হয়।

গত শুক্রবার বাদ জুম্মা গাড়লগাঁতী জয়নাল আবেদীন ফাতেমা হাফিজিয়া ও এতিমখানার আয়োজনে পুরষ্কার বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক আমাদের সময় পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি ও গাড়লগাঁতী জামে মসজিদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুস ছাত্তার ।

এ সময় উপস্থিত ছিলেন গাড়লগাঁতী জামে মসজিদের সহ সভাপতি মোঃ মোহারম হোসেন, মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক- দৈনিক আমার সংবাদ পত্রিকার উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাহেব আলী, ক্যাসিয়ার সাবেক শি¶ক মোঃ মমতাজ হোসেন, গাড়লগাঁতী জয়নাল আবেদীন ফাতেমা ও এতিমখানার প্রতিষ্ঠাতা ও এ অনুষ্ঠানের আয়োজক মোঃ নায়েব আলী প্রমুখ ।

গাড়লগাঁতী গ্রামের কিশোর ও যুবকদের নিয়মিত মসজিদে এসে পাঁচ ওকতো নামাজ আদায়ের অনুপ্রেরণা জাগাতেই এ পুরষ্কারের আয়োজন করা হয় । গত ২০২২ সাল হতে গাড়লগাঁতী জামে মসজিদ কমিটির পরামর্শে এ পরস্কারের আয়োজন করেন গাড়লগাঁতী জয়নাল আবেদীন ফাতেমা হাফিজিয়া ও এতিমখানার প্রতিষ্ঠাতা মোঃ নায়েব আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর