শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে গরু ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই কিশোরগঞ্জে ডাকবাংলো ও অডিটোরিয়ামের অনলাইন বুকিং সিস্টেম ওয়েবসাইট উদ্বোধন চৌহালী উপজেলা পরিষদ অবকাঠামো বঞ্চিত ১৩ বছর: ভবন নির্মাণে দ্রুত টেন্ডার আহ্বানের দাবি এলাকা বাসির একজন চিকিৎসক দিয়ে চলছে থানচি ৫০ শয্যার হাসপাতাল গুরুদাসপুর থানার ওসির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, প্রত্যাহার দাবি সাঁথিয়ায় বাঁধন বেকারি ও মর্ডান ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরা ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার তৌহিদুল কে নানা অভিযোগে হেড অফিসে সংযুক্ত টাংগাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বন্যাতে প্লাবিত নিম্নাঞ্চলের ঘর-বাড়ি ; তলিয়ে গেছে ৪৫০ হেক্টর জমির ফসল

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২০ জুলাই, ২০২০, ৪:৫৪ অপরাহ্ণ

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নের গ্রামীন সড়কগুলো ডুবে গিয়ে পানিবন্দি হয়ে পড়েছেন নিচু এলাকার সাধারণ মানুষ। ফলে কয়েক‘শ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। বর্তমানে এখানকার অধিবাসীদের চলাচলের একমাত্র মাধ্যম হয়েছে নৌকা। এদিকে ৪৫০ হেক্টর জমির ফসল বানের পানিতে তলিয়ে গেছে। ঈদুল আজহাকে সামনে রেখে পশু খামারিরা রয়েছেন বিপাকে। এসব এলাকায় পশুখাদ্য সংকটে পড়েছে।

সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভাঙ্গুড়া,অষ্টমনিষা,খাঁনমরিচ ও দিলপাশার ইউনিয়নসহ পৌরসভার উত্তর মেন্দা মহল্লার বেশ কিছু বাড়ি-ঘর বন্যায় প্লাবিত হয়েছে। এসব বাড়ির বাসিন্দারা অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানা যায়। এতে কয়েক হাজার অধিবাসী চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

কলকতি শান্তি নগর গ্রামের বাসিন্দা গোলাম হোসেন বলেন,ঘরে পানি উঠেছে। রান্না-খাওয়া ও চলাচলের ক্ষেত্রে খুবই দুর্ভোগের শিকার হয়েছি। তবে প্রতিবেশি কয়েকজন তাদের আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান।

কৈডাঙ্গা গ্রামের কৃষ্ণপদ বিশ্বাস কান্নাকণ্ঠে বলেন, বানের পানি ঘরের মধ্যে উঠছে। মাছ শিকার বন্ধ থাকায় পরিবার নিয়ে মানবতার জীবন করছি। এদিকে বন্যার পানিতে কয়েকটি এলাকার বোনা আমন ক্ষেত সম্পুর্ণ তলিয়ে গেছে । উপজেলা কৃষি অফিসার এনামুল হক জানান,ইতোমধ্যে ৪৫০ হেক্টর জমির বোনা আমন ক্ষেত পানিতে নিমজ্জিত হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,বন্যা কিছু মানুষের দুর্ভোগের কারণ হয়েছে তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর