সহযোদ্ধা…
কেন এত বিরহ বেদনা বিধুর ?
পরিণতি কী তব সাথীহারা? সাথী বহুদূর?
হারিয়ে গেছে কী পথ- পথের মাঝে !
দুরন্ত পথিক তুমি- পথহারা কী সাজে?
ভেসে কী গেছে হাল- জলের খড়স্রোতে?
ছিড়ে কী গেছে পাল ঝড়ো বাতে ?
ভেঙ্গে কী পড়েছে মাস্তুল ঘুণাঘাতে ?
কান্ডারি, ভিড়াতে হবেই তরী কঠিন ব্রতে।
ঝেড়ে ফেল দুঃখ বেদনা- বুকে বাঁধ ঘর
ভালবাসা ছড়িয়ে দাও সবারে- নেই আপন পর।