“আমার মনের মাঝে
পুরাতন স্মৃতি বাজে,
প্রবীণ ব্যক্তিদের মায়াবী চেহারা
অহর্নিশি মনে জাগে।
তাঁদের আদর ভেজা কন্ঠে
ছিল কত ভালোবাসা,
সমাজবদ্ধ বসবাস করত সবাই
মনে ঠাঁই পেতনা কখনো নিরাশা।
ধনী-গরীব সবাই ছিল আপন
মনে জাগতো রক্তের বাঁধন,
তাঁদের অবদানে নিরীহ মানুষেরা
দেখতো বেঁচে থাকার স্বপন।
নিজের পকেটের টাকা দিয়ে
পড়াতো অন্যের সন্তানকে,
উপদেশ দিত সমাজবাসীকে
সন্তানদের শিক্ষিত করতে।
মোটা চালের ভাত, মোটা কাপড় পড়ে
করতেন সাধারণ জীবন যাপন,
যাদের বদৌলতে সুন্দর সমাজ পেয়েছিলাম
সকলে মিলেমিশে ছিল কত যে আপন!
সুন্দর সমাজ গঠন করতে যারা
দিয়েছেন কত যে শ্রম,
নিজের স্বার্থে দেননি তাঁরা
ন্যায়-নীতিকে বিসর্জন।
সমাজের সকলের সুখের কথা
তাঁরা ভাবতেন দিবানিশি,
শিক্ষিত সমাজ গড়তে তাঁরা
পরস্পর মত বিনিময় করতেন অহর্নিশি।
তাঁদের অনুপ্রেরণায় গঠিত
শিক্ষিত সমাজ দাবি করছি আজ,
তাঁদের আদর্শকে বুকে ধারন করে
মোদের গড়তে হবে নতুন সমাজ।”