আকাশে উঠলো নতুন চাঁদ ,
বাঙ্গল সবার খুশির বাধ ।
বছর ঘুরে এল রমজান ––
বড় মাঝারি কচি – কাঁচা প্রাণ
প্রতিদিন একটি করে ।
করব মোরা ৩০ টি রোজা ,
রোজার শেষে পাব সবাই ঈদের মজা ।
এই আনন্দ সবার মাঝে করব বিলীন ,
খুশি মনে সবাই রোজা চলো রাখি প্রতিদিন ।
রোজার শেষে আসবে ঈদ !
ভুলে যাব মোরা সকল ভেদাভেদ ।
নতুন জামা পরিধান করে ,
যাবে ঈদ গাহ্ এর মাঠে ,
এক সাথে দল বেঁধে পাঁ এ হেটে হেটে ।
ধনী – গরীব সবার ঘরে যেন ––
পড়েছে খুশির বাজ ,
কী আনন্দ ! কী মজা ! শেষ হয়েছে রমজান ––
ঈদ এসেছে আজ ।