দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নে ১২৪০জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদ( কোদালিয়া বাজার) চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, সহকারী কৃষি ( ট্যাক) অফিসার মোবারক হোসেন, এটিও মোঃ মিয়া,ইউপি সচিব মিলন মিয়া, প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউপি সদস্য মজনু মিয়াসহ থানা পুলিশ ও গ্রাম পুলিশ।