ছোট্ট রশিদ বলছে মাকে
থাকবো এবার রোজা,
চেহেরি খেতে ডাকবে মাগো
ভুলবে নাতো সোজা?
বড় ভাই কে ডাকছে বাবা
আমায় ডাকে না,
মাগো আমি সজাগ আছি
ঘুম ভেবো না।
বাবা বলে ছোট্ট তুমি
খেতে হবে না,
সত্যি বলছি ও মাগো
রোজা থাকবো না।
ঠিকই সে রোজা রাখছে
ছুটছে মসজিদে,
সবার সাথে ইফতার করে
মনের আনন্দে।