ভালো -মন্দ দুই রকমই
আছে মানব মাঝে ,
তাই তো তাদের যায় চেনা
সকাল -দুপুর-সাঝে।
কত্ত রকম বেশভূষা তাই
লাগে রে অচেনা,
নানা রকম রূপ বদলের
চলছে ছলনা।
কেউ বা আছে ভালোর দলে
হয়ে সদা যুক্ত,
কেউ বা আবার মন্দ কাজে
হয়েছে সম্পৃক্ত।
পৃথিবী আজ নতুন সাজে
হয়েছে সজ্জিত,
মন্দ কাজ করেও কেউ
হয় না লজ্জিত।
হোক কেউ ভালো আবার
হোক কেউ মন্দ,
তবুও কভু করে না কেউ
মন্দকে পছন্দ।
তোমার পথেও আছে রে ভাই
এই দুইটি দিক,
কোনটি তুমি নেবে বেছে
তুমিই করো ঠিক।