সুখের সন্ধানে
জান্নাতুল মাওয়া জুঁই
দিবা শেষে রাত্রি আসে
সঙ্গে নিয়ে অন্ধকার,
তারই মাঝে চন্দ্র হাসে
মুগ্ধতায় ভরা শুধাকর।
দিন আসে নিয়ে মিহির গগন
হাসি দিয়ে চমৎকার,
ভোর পেরিয়ে দুপুর হলে
শোরগোল ওঠে তীব্রতার।
এমনি করে লোকে ভাবে
দুঃখ বুঝি যন্ত্রণার,
তার মাঝেও যে সুখ আছে
কেউ করে না খোঁজ তার।
লোকে ভাবে ধরণী মাঝে
সুখ আছে সম পারাবার,
সুখের সন্ধান পেতে হলে
ঘোচাও মনের অন্ধকার।
সুখ পেতে হলে কোরো না বিদ্বেষ
কোরো না অহংকার,
তা না হলে পড়বে মাঝে
চরম ভৎষতার।
অতি সুখও আবার নয়কো শ্রেয়
সুখ নহে মহীধর,
অতি সুখ পোড়ায় নিজের
অনলে মানব কলেবর।
সুখকে তাই পেতে হলে
মনকে করো পরিষ্কার ,
হিংসা বিদ্বেষ দূর করলেই
পেতে পারো সন্ধান তার।