শোনো হে বান্দা গণ,
তোমরা কেন দাওনা তোমার রবের প্রতি মন?
যিনি করেছেন সৃষ্টি তোমায়
করেছেন রিজিক দান,
কেন ভুলে যাও তিনি যে মহান
রহিম রহমান।
নির্বোধ বান্দা গণ,
তোমরা কেন দাওনা তোমার রবের প্রতি মন?
যিনি দিয়েছেন সরল পথ
সহজ সরল কুরআন,
যেও না ভুলে আলোর সে পথ
কিতাব মহীয়ান।
অবুঝ বান্দা গণ,
তোমরা কেন দাওনা তোমার রবের প্রতি মন?
এই দুনিয়াটা পাওয়ার আশায়
কত শত হাসি তামাশায়
মাতিয়েছ জীবন।
একটু ভেবে দেখ না তোমার
পরকালটা কেমন।
জীবন যুদ্ধে চাও জয়?
যদি হয় পরাজয়,
এই ভাগ্য লিখে রাখেন যিনি
তাকেই করো ভয়।
জান্নাত কে পাওয়ার আশায়
আল্লাহ তায়ালার প্রশংসায়
করছে তারা গুণগান,
তারাই একদিন জিতে যাবে
পাবে মহা সম্মান।
তাই বলি হে বান্দা গণ,
তোমরা কেন দাওনা তোমার রবের প্রতি মন?