পাবনার আটঘরিয়ায় পানিতে ডুবে সাজেদুর রহমান নিল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২ এপ্রিল) সকাল সাড়ে এগারোটা দিকে চাঁদভা হাটপাড়া গ্রামে এঘটনা ঘটে। সে সিঙ্গাপুর প্রবাসী চাঁদভা হাটপাড়া গ্রামের সজল হোসেন ছেলে।
ওইদিন সকালে সবার অজান্তে সাজেদুর রহমান নিল বাড়ির বাহিরে খেলা করছিল। হঠাৎ করে তাকে আর পাওয়া যাচ্ছে না বলে সবাই চিৎকার করে কান্নাকাটি করতে থাকে।
পরে অনেক খোজা খুজির পর বাড়ির পাশে একটি পুকুরে তার মৃত দেহ ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।