পূবের আকাশ আবীর ছড়ালো
পাখিরা গাহিলো গান
পথিকের পথ চলা হলো শুরু
যে পথে হাটে নওজোয়ান।
নকীব মিনারে আযান হাকে
আহ! মধুমাখা সেই সুর
সেরাতুল মোস্তাকিম করে আহবান
মুঞ্জিল কাছেই, নয় বহুদূর।
নতুন সকাল নতুন করে
নব দিগন্তে দিলো উকি
করি ফরিয়াদ তুলে দুইহাত
হে আল্লাহ –
জীবন করো চিরসুখী।।
আমীন।