মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

অছুঁত – কবি ইয়াছিন আলী

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৯ জুলাই, ২০২০, ৭:৩৭ অপরাহ্ণ

গতরে নষ্টের ছুঁয়া
নাপাকের চিহ্ন,
তবে কেন লুটেরাদের
বলছো তোমরা সিংহ !

মিথ্যাচারণ, ব্যাভিচার
এসব যেমন অন্যায়
লোক ঠকানো সকল কর্ম
পাপ বলেছেন মাওলায় ।

শিক্ষাখাতে গড়িমসি
চিকিৎসাতে অবজ্ঞা
মন্দের ভীড়ে হারিয়েছে
মহৎপ্রাণের সঙ্গা ।

সুদ,ঘুষের মহাজন
সাজছে সদা সজ্জন
ফন্দিফিকির দেখে ওদের
অবাক বনে রই সারাক্ষণ।

লুটের টাকায় সুগন্ধি কিনে
মাখায় সারা অঙ্গে
ঘুষের টাকার পোষাক পড়ে
সাজছে কত রঙ্গে ।

ওজনে কম, পন্যে ভেজাল
এমন ব্যবসা হালাল নয়
অবিবেচক, হোক না বিচারক
তবুও সে মানুষ নয় ।

নিয়ত গুণে কর্ম শুদ্ধ
গতর শুদ্ধ কিসে হয়
লেখক ইয়াছিন করজোড়ে
সবার কাছে জানতে চায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর