সার্কাসের রঙ্গমঞ্চে উঠেছে আজ
তোমার আমার ভালোবাসা।
কয়েক মূহুর্তের ভেল্কিবাজিতে
ধাঁধিয়ে যাওয়া চোখ জুড়ে
হঠাৎ ই নেমে আসে,
ভারি কালো পর্দা।
নেমে আসে সীমাহীন শূণ্যতা।
খানিক আগেই চিকন সুতার উপর যে মেয়েটি মেকআপ ভেসে
ওঠা,চোখে আতংক আর ঠোঁটে
মেকি হাসি ঝুলিয়ে,
ভিতরের এক অদৃশ্য প্রেরণা বলে
এ পাশ থেকে ও পাশে গেলো
বিজয়ের হাসি হেসে।
সে ও সার্কাস শেষে বাড়ির পথ ধরে হাঁটছে আজকের রোজগার
টুকুর পূর্ন সদ্ব্যবহার করে।
অথছ তোমার আমার ভালোবাসা
চিকণ সুতোটার উপর এখনো
দোদুল্যমান।
চারদিকে মুহুর্মুহু করতালি, শিস ধ্বনি।
এখানে কষ্টেরা পায়না আশ্রয়,
অথছ কে জানতো,বাতি নিভলেই
পর্দার আড়ালেই যতো
শূণ্যতা, কষ্ট আর বেদনার বাস।