কলমগুলো অস্ত্র হোক
শব্দগুলো জ্বলবে
ন্যায় বর্ম বস্ত্র হোক
সাহিত্যের কথা বলবে
অসাধু-দের নিধন হোক
সমাজের অন্ত্রে তন্ত্রে
নতুন সূর্য প্রকাশ হোক
সাহিত্যচর্চার মন্ত্রে
কলমের আঁচড়ে জন্ম হোক
তীক্ষ্ণ কলম-দৃষ্টি
সাহিত্যচর্চার ধ্বনিতে হোক
নব সাহিত্যের সৃষ্টি
কলমগুলো মশাল হোক
কালি হোক আগুন
বই ব্যাবসা বন্ধ হোক
সাহিত্যে আসুক ফাগুন
সাহিত্যচর্চা পূর্ণ হলে
ভালোবাসা নিয়ে
তবেই হবো সফল মোরা
সুস্থ সাহিত্য দিয়ে।।