রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠিতে আমীর হোসেন আমু ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক নির্বাচিত হওয়ায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই রবিবার সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন সুরুজ, বাবু তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, শারমিন মৌসুমী কেকা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদারসহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।
দোয়া- মিলাদ অনুষ্ঠানে ১৪ দলের মুখপাত্র,সমন্বয়ক ও সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।