পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে সরকারি খাদ্য গুদামের নিরাপত্তা-কর্মী শাহজাহান আলী (৫২) মারা গেছেন। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
শাহজাহান আলী পাবনার আমিনপুর থানার ঘোকসেলুনদা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। তিনি খাদ্য গুদামের কোয়াটারে বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রেলগেটের পশ্চিমপাশে মালেকের চা দোকান থেকে ফিরছিলেন শাহজাহান আলী। অসাবধানবশত মধুমতি এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী সরকারি খাদ্য গুদামের কর্মচারী জাহাঙ্গীর হোসেন জানান, শাহাজাহান আলী দীর্ঘদিন ধরে এখানে কর্মরত ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। কয়েকদিন আগে একটি অপারেশন করিয়েছেন। তার মৃত্যুর ঘটনা দুঃখজনক।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লিডার মখলেছুর রহমান জানান, শাহাজাহান আলীর মরদেহ উদ্ধার করে রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, শাহাজাহান আলীর মরদেহ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।