পাবনার ভাঙ্গুড়ায় প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে রাব্বি (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত রাব্বি উপজেলার মন্ডতোষ ইউনিয়নের উত্তর মেন্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রাব্বি ভাঙ্গুড়া পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। রোববার (০৫ মার্চ) সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তবে অভিযুক্ত কিশোর রাব্বিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) বিকালে ওই শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় ওই শিশুকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত রাব্বি। শিশুটি চিৎকার করলে রাব্বি সেখান থেকে দ্রুত সটকে পড়ে। পরে শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মা-বাবাকে জানায়। এরপর স্থানীয় ইউপি সদস্য ইসরাফিল উভয় পরিবারকে নিয়ে ওই গ্রামে ইব্রাহীমের বাড়িতে শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শিশুটির মা-বাবাসহ স্বজনরা অভিযুক্ত রাব্বির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ইউপি সদস্য ইসরাফিল হোসেন বলেন, আমি শালিস করি নাই তবে আপস করার চেষ্টা করেছি।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।